An Appeal

কাজ করতে করতে লক্ষ্য করলাম – স্কুলের অনেকেই, মানে, প্রাক্তন ছাত্র, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, তাঁদের নিকটজনের সম্মানে বা স্মরণে, কিছু প্রদান করতে চান। সেটি নগদ টাকা বা অন্য কিছুও হতেই পারে। তাঁদের অবগতির জন্য জানাই, সারা বছর জুড়েই আমাদের প্রাক্তন সংসদের বিভিন্ন রকম কার্যকলাপ চলে। যেমন ধরুন Scientific lecture/oration বা Quiz Contest বা ছবি আঁকা প্রতিযোগীতা বা বক্তৃতা প্রতিযোগীতা – এইরকম অনেক কিছু। সেখানেও আমাদের প্রচুর খরচ হয়। সেই রকম কোনো অনুষ্ঠান কেউ ইচ্ছে করলে, তাঁর স্মরনীয় কারও নামে উৎসর্গ করতেই পারেন। যেমন, এই বছর, শ্রী অশোক সেনগুপ্ত (৭৪) তাঁর বাবা-মা এর স্মরণে ১৩-ই জানুয়ারী অন্তঃ স্কুল বসে আঁকো প্রতিযোগীতার যাবতীয় খরচ (পুরষ্কার, জল-খাবার, আঁকার সরঞ্জাম এবং আনুষঙ্গিক খরচাপাতি) বহন করলেন। আমরা আপনাদের সহযোগিতার অপেক্ষায় থাকবো।